মাইজদী, নোয়াখালী।
যদি বলি নোয়াখালীতে আসলে নোয়াখালী বলে বনে এলাকা নেই। মানে নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোন শহর নেই। নোয়াখালী জেলা শহর এর নাম মাইজদী নামে পরিচিত। নদীগর্ভে মূল শহর বিলীন হয়ে গেলে ১৯৫০ সালে জেলার সদর দপ্তর মাইজদীতে স্থানান্তর করা হয়। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ১৬৬০ সালে এখানকার কৃষি উন্নয়নের জন্য বিশাল খাল খনন করা হয়, এরপর এই এলাকা “নোয়াখালী” হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে এবং ১৮৬৮ সালে ভুলুয়ার পরিবর্তে নোয়াখালী নাম ব্যবহার দাপ্তরিকভাবে শুরু হয়। জেলার সদর উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী জেলা জামে মসজিদ।
জেলা জামে মসজিদ
ঢাকা থেকে বাসে বা ট্রেনে করে মাইজদী আসা যায়।
0
জেলা জামে মসজিদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস