নোয়াখালী জেলার উল্লেখযোগ্য খেলাধুলার মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন এবং এ্যাথলেটিক্স। সমগ্র নোয়াখালীতে বিভিন্ন স্টেডিয়ামে এসব খেলা অনুষ্ঠিত হয়। জেলার উল্লেখযোগ্য স্টেডিয়াম গুলো হচ্ছে জেলা সদরে অবস্থিত শহীদ ভূলু স্টেডিয়াম, সেনাবাগ ও বেগমগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ২ টি স্টেডিয়াম। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায় থেকে গ্রাম পর্যায়ের বিভিন্ন স্কুল কলেজের খেলার মাঠে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে।
নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন বেসরকারী সংস্থা ও ব্যক্তি উদ্যোগে প্রতিবছরই ক্রিকেট লীগ, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন এবং এ্যাথলেটিক্স প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। জেলা উপজেলা থেকে গ্রাম পর্যায়ের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এসব খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রাচীনকাল থেকেই নোয়াখালী সদর জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলাও পিছিয়ে নেই।নোয়াখালী সদর উপজেলায় বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে। এর মধ্যে শহীদ ভুলু ষ্টেডিয়াম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতি বছর এ স্টেডিয়ামে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
(ক)গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস